আশুলিয়ায় পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত শুক্রবার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী অভিযোগ দিলে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনিরুল ইসলাম ওরফে পাপ্পু (২৫), আহসান আহমেদ রায়হান (২২), রফিকুল মিয়া (২২), আরাবি হুসাইন শান্ত (১৯) ও মো. জুয়েল (২২)। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস বলেন, গণধর্ষণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

Back to top button