রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণে শিশু নিহত, ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন

নিজস্ব  প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। বাকি ৫ জনের অবস্থাও সংকটাপন্ন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৬টার দিকে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেন। নিহিত শিশুর বয়স আনুমানিক ১ বছর। তবে, তার নাম জানা যায়নি।

এর আগে সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে এ ঘটনা ঘটে। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া বলেন, সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে আব্দুর শুকুরের ঘরে রান্না কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচ শিশুসহ ৯ জন দগ্ধ হয়। তিনি আরও বলেন, আহতদের সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

Related Articles

Back to top button